নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন সরকারের মূল চ্যালেঞ্জ

০৪ জানুয়ারী ২০২১

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নকে সরকারের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৩ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংকালে বিষয়টি জানান।

মন্ত্রী কাদের বলেন, করোনার মধ্যেও সরকার দেশের অর্থনীতি সচল রেখেছে। ফরেন কারেন্সি রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার হয়েছে। প্রবৃদ্ধি আশানুরূপ জায়গায় আছে। সবদিক থেকে আমরা এগোচ্ছি, ডিজিটাল বাংলাদেশের দিকে এগোচ্ছি। তিনি জানান, করোনার জন্য অনেকে কাজ হারিয়েছেন, বেকার হয়েছেন। তাদের পুনর্বাসন করা এবং কাজ দেওয়া একটা চ্যালেঞ্জ। আমাদের ইশতেহারে আছে বেকারদের কর্মসংস্থান।

এমআই


মন্তব্য
জেলার খবর