রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় সরকার

০৪ জানুয়ারী ২০২১

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আর এই বছরে প্রত্যাবাসন শুরু করতে চাই। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার (৩ জানুয়ারি) বছরের প্রথম কার্যদিবসে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ১ জানুয়ারি মিয়ানমারের স্টেট কাউন্সেলর দফতরের মন্ত্রী টিন্ট সোয়েকে চিঠি লিখে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার অনুরোধ করা হয়েছে। মিয়ারমারকে যাচাই-বাছাই করার জন্য ছয় লাখের বেশি রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছে।

চিঠির বিষয় প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী  বলেন,  আমি মনে করিয়ে দিয়েছি তাদের প্রতিশ্রুতির কথা। তারা প্রতিশ্রুতি দিয়েছিল- নিরাপত্তা দিয়ে রোহিঙ্গাদের ফেরত নেবে। রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করবে। নববর্ষে আমরা আশা করি তারা তাদের কথা রাখবে।  তিনি জানান, এ সমস্যার সমাধান একমাত্র মিয়ানমারই করতে পারে এবং তাদের ব্যবহারের পরিবর্তন হচ্ছে। তারা রোহিঙ্গা তালিকার মধ্যে ২৮ হাজার যাচাই-বাছাই করেছে, অত্যন্ত ধীরগতিতে ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ভারতও চায় রোহিঙ্গারা ফেরত যাক। ভারত, জাপান, চীন— সবাই আমাদের সঙ্গে একমত যে মিয়ানমারেই সমস্যার সমাধান নিহিত আছে।

এমআই

 


মন্তব্য
জেলার খবর