ইনস্টাগ্রামে আরএম ডার্কির একটি উদ্ধৃতি পোস্ট করেছেন টেলিভিশন উপস্থাপিকা আনুশা দান্ডেকর। ক্যাপশনে লিখেছেন, 'সুতরাং এখানেই, বছর শেষ হওয়ার আগে। হ্যাঁ আমি তথাকথিত ভালোবাসার স্কুলের মতই সবকিছু পালন করেছি। আমিই তোমার ভালোবাসার স্কুলের অধ্যাপক ছিলাম, আমি যা কিছুই তোমার সঙ্গে ভাগ করে নিয়েছি, সবকিছু আমার হৃদয় থেকেই করেছি। আমি মনপ্রাণ দিয়ে ভালোবেসেছি। আমি ততক্ষণ তোমায় ছেড়ে যাইনি, যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে চেষ্টা করা সম্ভব ছিল।’
আনুশা আরও লিখেন, ‘আমি লড়াই চালিয়ে গেছি। তবে আমিও মানুষ। এতে আমি নিজেকেও হারিয়েছি এবং আত্মসম্মানও হারিয়েছি। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং মিথ্যা বলা হয়েছে। আমি ক্ষমার অপেক্ষায় ছিলাম। যা কখনই আমার কাছে চাওয়া হয়নি। আমি শিখেছি। আসলে আমাকে ক্ষমা চাইতে হবে এবং নিজের কাছেই ক্ষমা চাইতে হবে। আমি বুঝতে শিখেছি, আর এর মাধ্যমেই আমি অনেকটা বড় হয়েছি। তবে আমি পজিটিভ থাকব।’