মন্তব্য
ফাইজার-বায়োএনটেকের পর এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেয়া শুরু করেছে যুক্তরাজ্য।
অক্সফোর্ড শহরের চার্চিল হাসপাতালে সোমবার সকালে ৮২ বছর বয়স্ক ব্রায়ান পিংকারকে টিকাদানের মাধ্যমেই বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে অক্সফোর্ডের টিকাদান কর্মসূচি শুরু হলো।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকাদান কর্মসূচির সূচনাকে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে একযোগে এই টিকা দেয়া শুরু হয়েছে।