মন্তব্য
কিছুদিন আগে ‘আফ্রিকাজ বিজনেস হিরোজ’ নামের একটি ট্যালেন্ট শো’তে বিচারক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল চীনা ধনকুবের জ্যাক মা’র। কিন্তু রহস্যজনকভাবে সেখানে উপস্থিত হননি তিনি। পরে সেই ট্যালেন্ট শো’র ওয়েবসাইট থেকে জ্যাক মা’র সব ছবিও সরিয়ে ফেলা হয়।
মাস দুয়েক আগে চীন সরকারের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা। এরপর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। জ্যাক মা বলেছিলেন, সরকারের কর্তারা সুদখোরের মতো কথা বলেন। চীনে ব্যাংকগুলো যেভাবে চলছে, তাতে সময়ের সঙ্গে তাল মেলানো যায় না। এজন্য ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন।
ওয়াল স্ট্রিট জার্নাল, এনডিটিভি, দ্য ওয়াল ও দ্য টেলিগ্রাফ