চলতি মাসেই হতে পারে দুটি শৈত্যপ্রবাহ

০৫ জানুয়ারী ২০২১

চলতি মাসেই দেশে আরও দুটি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে একটি আগামী সপ্তাহেই বইতে পারে। একটির মাত্রা তীব্র  হতে পারে। তীব্র শৈত্যপ্রবাহকালে  তাপমাত্রা  ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

বর্তমানে তাপমাত্রা বেড়ে যাওয়ায়  দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও শীতের তীব্রতা বেশি আছে। আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি বা ঘন এবং অন্য এলাকায় হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনও কখনও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস।বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৪ দশমিক ৬,  ময়মনসিংহে ১১ দশমিক ২; চট্টগ্রামে ১৬, সিলেটে ১৫, রাজশাহীতে ১১ দশমিক ৪; রংপুরে ১৩ দশমিক ৫; খুলনায় ১৩ দশমিক ২ এবং বরিশালে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এমআই


মন্তব্য
জেলার খবর