৯ শতাংশ বেড়েছে আয়কর রিটার্ন দাখিল

০৫ জানুয়ারী ২০২১

৩১ ডিসেম্বর পর্যন্ত গত অর্থবছরের (২০১৯-২০) তুলনায় চলতি অর্থবছরে (২০২০-২১) ৯ শতাংশ বেড়েছে আয়কর রিটার্ন জমা দাখিল। আর ৪ দশমিক ৭৩ শতাংশ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বরের মধ্যে ২৪ লাখ ৯ হাজার ৩৫৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।২০২০-২০২১ অর্থবছরের আয়কর আদায়ের রাজস্ব লক্ষ্যমাত্রা ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর সংগৃহীত হয়েছে  ৩৪ হাজার ২৩৮ কোটি টাকা।

এনবিআর বলছে, চলতি অর্থবছর সরকার অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিশেষ সুযোগ দেওয়া হয়। এ সুযোগে অভূতপূর্ব সাড়া দিয়েছেন করদাতারা। ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০৫ জন করদাতা ২২ কোটি ৮৪ লাখ অপ্রদর্শিত টাকা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ কোম্পানিতে বিনিয়োগ করেছেন। ৭ হাজার ৪৪৫ জন করদাতা ৯৩৯ কোটি ৭৬ লাখ অপ্রদর্শিত টাকা সাদা করেছেন।  ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০ হাজার ২২০ কোটি টাকা সাদা হয়েছে।

এমআই


মন্তব্য
জেলার খবর