মন্তব্য
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ মেটা জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর বিজ্ঞাপণ ও আয়ের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শনিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনে আগ্রাসন চালিয়ে দেশটির রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর ওপর এমন নিষেধাজ্ঞা জারি করল ফেসবুক।
ফেসবুকের নিরাপত্তানীতি বিষয়ক প্রধান নাথানিয়েল গ্লেইচার শুক্রবার টুইট করে বলেন, ‘বিশ্বের যেকোনো জায়গা থেকে পরিচালিত রাশিয়ার সরকারি মালিকানাধীন সব মিডিয়ার ওপর আয় বন্ধ এবং বিজ্ঞাপন চালানো বন্ধ করে দেওয়া হয়েছে।’