জানুয়ারির মধ্যে করোনার টিকা আনার কথা একাধিকবার বলেলেও ভারত করোনার টিকা রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় সুর বদলিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এখন নিজে নিশ্চিত হওয়ার আগে বলতে চাচ্ছেন না কবে আসবে এই টিকা। সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজের দফতরে সংবাদ সম্মেলনকালে সুর বদলানোর বিষয়টি প্রকাশ পায়।
‘আগে বলেছিলেন জানুয়ারির মধ্যে আমরা সিরামের টিকা পাবো, এখন কবে পাওয়া যেতে পারে’- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিশ্চিত হলে বলতে পারবো। এই সমস্যা নতুন করে তৈরি হয়েছে। গতকালও (রোববার) আমরা নিশ্চিত ছিলাম টিকা পাবো। আজ শুনলাম ভারত সরকার টিকা রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যোগাযোগ করছি। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি। আশা করছি সিরামের সঙ্গে চুক্তি ব্যাহত হবে না। চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাবো। এ নিয়ে চিন্তার কিছু নেই। তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক চুক্তি। আশা করছি ভারত চুক্তির প্রতি সম্মান দেখাবে। স্বাস্থ্য মন্ত্রী জানান, ভারতকে ভ্যাকসিন দেওয়া বাবদ টাকা পাঠানোর সব কাজ শেষ হয়ে গেছে। আগামীকাল (মঙ্গলবার) চুক্তি অনুযায়ী অর্ধেক টাকা অর্থাৎ ১২০ মিলিয়ন ডলার পাঠানো হবে। অন্যান্য দেশের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। কাজেই ভ্যাকসিন নিয়ে চিন্তার কিছু নেই।
প্রসঙ্গত, ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। রোববার (৩ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি।
এমআই