জ্বলন্ত আগুনে হাঁটলেন তাসকিন

০৬ জানুয়ারী ২০২১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ দেশের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে ঠিকই ‘অগ্নিপরীক্ষা’য় ঠেলে দিয়েছেন নিজেকে।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাসকিন একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে-বল হাতে নিয়ে জ্বলন্ত আগুনে তৈরি রাস্তায় হাঁটছেন এই গতিতারকা, সেটাও আবার খালি পায়ে।

তাসকিন তার পোস্টে জানিয়েছেন, এটি আসলে মনযোগ, আত্মবিশ্বাস বাড়ানোর একটি ‘মাইন্ড সেশন’। একজন বিশেষজ্ঞ ট্রেনারের অধীনে তিনি এই সেশন সম্পন্ন করছেন।

তাসকিন লিখেছেন, ‘আমি আমার দেশকে নিজের সেরাটা দিতে চাই। এটা ছিল খুবই শক্তিশালী মাইন্ড সেশন, যেটি আমার আত্মবিশ্বাস বাড়ানো এবং অবিশ্বাস্য পারফরম্যান্স আনার জন্য! তবে এখানেই শেষ নয়। মানসিকতার উন্নতির জন্য আমি পরের ধাপে যাওয়ার পথে আছি। আরও অনেক দূর যেতে হবে। দয়া করে আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভালোবাসা।’


মন্তব্য
জেলার খবর