‘পাকিস্তান স্কুল লেভেলের ক্রিকেট খেলছে’

০৬ জানুয়ারী ২০২১

'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'খ্যাত পাকিস্তানের সাবেক  পেসার শোয়েব আখতারের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন কেবল সাধারণ মানের ক্রিকেটার বের করে চলেছে। আর এই গড়পড়তা ক্রিকেটাররা খেলছেনও স্কুল লেভেলের ক্রিকেট।

 টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের রাজনীতি এই বীজ বপন করেছে। একদম সাধারণ মানের খেলোয়াড়দের আনা এবং খেলানোর কাজ তারা করেই যাচ্ছে। ফলে দলটাও সাধারণ এক দল হয়ে গেছে। গড়পড়তা কাজ চালিয়ে যাচ্ছে তারা, ফলও আসছে সাধারণ মানের।’

শোয়েব আরো বলেন, ‘যখনই পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবে, তাদের ধুঁকতে দেখা যাবে। তারা স্কুল লেভেলের ক্রিকেট খেলছে আর টিম ম্যানেজম্যান্টও স্কুল লেভেলের ক্রিকেটারই বানাচ্ছে। এখন আবার তারা ম্যানেজম্যান্ট পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু তারা বদলাবে কবে?’


মন্তব্য
জেলার খবর