গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান চোলাচ্ছে রাশিয়া। এ নিয়ে ষষ্ট দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে দেশটি। আগামী দু এদিনের মধ্যে ইউক্রেনকে অস্ত্র শূন্য করার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির মতে ইউক্রেনকে নিরস্ত্রীয়করণ ছাড়া সমাধান সম্ভব নয়।
এদিকে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে মাঠে নেমেছে ইউক্রেনের সকল শ্রেণির মানুষ। ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন দেশটির বিউটি কুইনখ্যাত আন্তাসিয়া লেনা। তিনি হাতে তুলে নিয়েছেন অস্ত্র। ২০১৫ সালে মিস ইউক্রেন খেতাব জয়ী লেনার এসব ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
এ মডেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, তিনি তার দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়েছেন। লিখেছেন, ‘যে ব্যক্তি দখলদারির উদ্দেশ্যে ইউক্রেন সীমান্তে প্রবেশ করবে তাকে হত্যা করা হবে।’
অন্য একটি পোস্টে আন্তাসিয়া মজা করে বলেন, ‘আমাদের (ইউক্রেন) সেনাবাহিনী যেভাবে লড়াই করছে, ন্যাটোর উচিত ইউক্রেনে যোগ দেওয়ার জন্য আবেদন করা।’
আন্তাসিয়া ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সৈন্যদের সঙ্গে হাঁটার একটি ছবিও শেয়ার করেছেন। দেশের রাষ্ট্রপতিকে ‘শক্তিশালী নেতা’ অভিহিত করেন তিনি।