করোনা: ২৪ ঘণ্টায় ২০ রোগীর মৃত্যু

০৬ জানুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২০ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৯১ জনের।  সুস্থ হয়েছেন ৯৪৪ জন করোনা রোগী। মঙ্গলবার (৫ জানুয়ারি)  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত সাত হাজার ৬৭০ জন করোনা রোগী মারা গেছেন।করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ১৭ হাজার ৯২০ জনের। রোগটি থেকে সুস্থ হয়েছেন চার লাখ ৬২ হাজার ৪৫৯ জন।নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি। শনাক্তের হার ১৫ দশমিক ৭৬ ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৬২৯টি, পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৬২টি। শনাক্তের হার  ছয় দশমিক ৮৫।মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী চার জন। হাসপাতালে ১৯ জন এবং বাড়িতে একজন মারা গেছেন। ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে এবং খুলনা ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।

এমআই


মন্তব্য
জেলার খবর