সাড়ে ৯ হাজার কোটি টাকার  ছয় প্রকল্প অনুমোদন

০৬ জানুয়ারী ২০২১

মঙ্গলবারের বৈঠকে (৫ জানুয়ারি) ছয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।এসব প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৫৬৯ কোটি ২৩ লাখ টাকা।বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনা কমিশনের সদস্য  আবুল কামাল আজাদ।

আবুল কামাল আজাদ জানান,  ব্যয়ের অর্থের উৎসের মধ্যে রয়েছে সরকারের তহবিলের তিন হাজার ৮৬৭ কোটি ৫৮ লাখ এবং বিদেশি অনুদান পাঁচ হাজার ৭০১ কোটি ৬৫ লাখ টাকা । শেরেবাংলা নগরে এনইসি’র সম্মেলন কক্ষে অনলাইন বৈঠকে  সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পগুলো হচ্ছে— জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়) প্রকল্প, সুন্দরবন সুরক্ষা প্রকল্প; ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ (তৃতীয় পর্যায়) প্রকল্প; জেলা মহাসড়কগুলোর যথাযথ মান ও প্রশস্ততা উন্নীতকরণ-সিলেট জোন (প্রথমম সংশোধিত) প্রকল্প, চিটাগাং সিটি আউটার রিং রোড (তৃতীয় সংশোধিত) প্রকল্প এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  একটি প্রকল্প।

বৈঠকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী  তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমূখ অংশ নেন।

এমআই


মন্তব্য
জেলার খবর