৫ বছরে এক হাজার সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি হবে

০৬ জানুয়ারী ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ৫ বছরে দেশে এক  হাজার সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করা হবে। সাইবার সিকিউরিটিতে বিশ্বে অবদান রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে বসেই বৈদেশিক মুদ্রা আয় করবেন তারা। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ার মিলনায়তনে জাতীয় সাইবার ড্রিল-২০২০ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্ট ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিমন্ত্রী পলক বলেন, বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশ ৭৩তম স্থান থেকে ৮ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উন্নীত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হিসেবে গড়ে তোলা হবে।  তিনি বলেন, দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি অত্যন্ত জরুরি।রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সাইবার নিরাপত্তা নিশ্চিতে আইসিটি বিভাগ কাজ করছে। দেশের ব্যাংকিং, হেলথ, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ডিজিটাল সিকিউরিটি এজেন্সি’র মহাপরিচালক  রেজাউল করিমের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরও  বক্তব্য দেন— বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা প্রমূখ।

এমআই


মন্তব্য
জেলার খবর