সরকার ভোট ও গণতন্ত্রকে ভয় পায়

০৬ জানুয়ারী ২০২১

বর্তমান সরকার জনগণকে বিশ্বাস করে না, ভোট ও গণতন্ত্রকে ভয় পায়। এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের।মঙ্গলবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টে ২০১৪ ও ২০১৮ সালের ভোট ডাকাতি এবং ২০১৩ সালের ২৯ ও ৩০ ডিসেম্বর আইনজীবীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে আয়োজিত সভায় এই মন্তব্য করেন।

ব্যারিস্টার খোকন বলেন, এই সরকার ভোটবিহীন সরকার। আমরা জনগণ চাই না- এই অবৈধ সরকার এক মুহূর্ত ক্ষমতায় থাকুক। তিনি জানান, আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। কারণ বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি;  জনগণ তাদের সঙ্গে আছে।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান ভুইয়া, সাবেক সহ-সভাপতি আবদুল বাতেন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মুনির হোসেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা, সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, আইনজীবী বেগম জাহানারা, আসারুল, মীর্জা আল মাহমুদ, আহসান উল্লাহ, তাহসিন আলী, আয়েশা আক্তার, শরীফ ইউ আহমেদ ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু প্রমুখ।

এমআই


মন্তব্য
জেলার খবর