বাড়ির দরজার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

০৬ জানুয়ারী ২০২১

বগুড়ার শেরপুরে নিজের বাড়ির দরজার সামনে রড ও সিমেন্টের ব্যবসায়ী ফরিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পরে ইতালি পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফরিদুল ইসলামের বাবার নাম কোরবান আলী।

এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানাতে এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে ঘটনার ক্লু উদ্ধারে কাজ করছে।

বগুড়ার বিশেষ পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাস্থলে ভুক্তভোগীর নাম ধরে পিছন থেকে ডাক দেওয়া হয়। তারপরেই  এলোপাতাড়িভাবে চাপাতি দিয়ে কোপানো হয়। এর আগে  স্থানীয় ছোনকা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মটরসাইকেলযোগে বাড়ির দরজায় পৌঁছান তিনি।  মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। সঙ্গে মোটরসাইকেলটি নিয়ে যায়। 

শেরপুর থানার ওসি শহিদুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বগুড়া জেলা সিআইডির একটি টিম ঘটনার ছায়া তদন্ত করছে বলে জানা গেছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর