ইউএনওরা সভাপতি হয় কীভাবে: হাইকোর্ট

০৭ জানুয়ারী ২০২১

উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটিতে পরিষদটির চেয়ারম্যানদেরকে বাদ দিয়ে কীভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভাপতি হয়, জানতে চেয়েছে হাইকোর্ট। এ বিষয়ে রুল জারি করা এবং  আগামী ১০ দিনের মধ্যে বিবাদিদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।এই সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (৬ ডিসেম্বর) বিচারপতি  মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। বিবাদিরা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টরা।

গত ৪ জানুয়ারি  এই রিট করেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের নেতারা।রিটে মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ বাস্তবায়নে গঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চেয়ারম্যান করার বৈধতা, উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা ও আমন্ত্রণপত্রে উপজেলা পরিষদ না লিখে উপজেলা প্রশাসন লেখার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ৩৩ ধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উপজেলা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও আর্থিক শৃঙ্খলা আনয়নসহ সাচিবিক দায়িত্ব পালনের বিধান রাখা আছে।  

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল। রিটকারীদের  পক্ষে ছিলেন অ্যাডভোকেট হাসাম এমএস আজিম।

এমআই


মন্তব্য
জেলার খবর