দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের সুপারিশ

০৭ জানুয়ারী ২০২১

দেশের যেসব এলাকায় দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এই বিদ্যালয় নির্মাণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (৬ জানুয়ারি) কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের একটি এলাকায় সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকা নিয়ে আলোচনাকালে এই সুপারিশের সিদ্ধান্ত হয়। বৈঠকে মন্ত্রণালয় জানায়, নাচোলের বাসুগ্রামে কোনও সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এর সবচেয়ে কাছের স্কুল আছে সাড়ে ছয় কিলোমিটার দূরে। বাকি তিনটি স্কুলই ৭ কিলোমিটার দূরে। বৈঠকে বাসুগ্রামকে অগ্রাধিকার ভিত্তিতে এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে বলা হয়। এছাড়া ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের মোট ৩৫৬টি স্কুলের মাঝে প্রাথমিকভাবে ১৬০টি স্কুলের দৃষ্টিনন্দনকরণের নকশা উপস্থাপন করা হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা  প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম অংশ নেন।

এমআই


মন্তব্য
জেলার খবর