মন্তব্য
পার্লামেন্টে বা ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনার পর জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে কংগ্রেসের যৌথ অধিবেশন ফের শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাইডেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেকটোরাল কলেজের ভোট গণনা ও প্রত্যয়ন হওয়ার মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থীর জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্যাপিটল ভবনকে নিরাপদ ঘোষণা করে পুলিশ। পরে আইনপ্রণেতারা ফের অধিবেশনকক্ষে ফিরে আসেন। আবার শুরু হয় যৌথ অধিবেশন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভের মধ্যেই কংগ্রেসের এই যৌথ অধিবেশন বসে। অধিবেশনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্যরা অংশ নিয়েছেন।