ট্রাম্পকে এখনই ক্ষমতাচ্যুত করতে আলোচনা শুরু

০৭ জানুয়ারী ২০২১

এমনিতেই ক্ষমতার মেয়াদ প্রায় শেষ ডোনাল্ড ট্রাম্পের। বাকি মাত্র ১৩ দিন। তবে এর আগেই হোয়াইট হাউস ছাড়তে হতে পারে তাকে। যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য তাৎক্ষণিকভাবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে দেশটির সংবিধানের ২৫তম সংশোধনীর চতুর্থ ধারা কার্যকরের বিষয়ে আলোচনায় বসেছেন।

ডোনাল্ড ট্রাম্পকে ‘অযোগ্য’ ঘোষণা করে তার জায়গায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব নেয়ার অনুরোধ জানিয়েছেন কংগ্রেসের বেশ কয়েকজন ডেমোক্র্যাট সদস্য।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে নজিরবিহীন হামলায় সমর্থন এবং উস্কানি দেয়ায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাৎক্ষণিক ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল। তার মতো মানুষ আর এক মুহূর্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধান থাকা আরও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বোদ্ধারা।

এবিসি নিউজ


মন্তব্য
জেলার খবর