শুরুটা করেছিলেন কঙ্গনা রানাউত! তবে কফিনে শেষ পেরেকটা ঠুকলেন ইরফান খান।
পরিচালক সাই কবীর হাত দিয়েছেন তার নতুন সিনেমার কাজে। নতুন এই সিনেমার তিনি নাম রেখেছেন ‘ডিভাইন লাভার্স’। মধ্যবিত্ত দুই প্রেমিক, প্রেমিকার গল্প বলবে এই সিনেমা। সেই সিনোমর জন্য কবীর চেয়েছিলেন কঙ্গনা রানাউত আর ইরফান খানকে। তাই প্রথমেই তিনি চিত্রনাট্য নিয়ে গেলেন তার প্রিয় নায়িকার কাছে।
তখনই দেখা দিল সমস্যা। চিত্রনাট্যে প্রথম ডেট নিয়ে বিপত্তি করলেন কঙ্গনা। পরে ঝেড়ে কাশলেন। বললেন, এমন সিনেমাতে তিনি অভিনয় করবেন না যার চিত্রনাট্য হিরোকে প্রাধান্য দেয়। যথা সময়ে সেই কথা ঠিক পৌঁছালো ইরফানের কানে। তিনি তখন ছিলেন তার নতুন সিনেমা ‘মাদারি’-র প্রচার-বৈঠকে। সাংবাদিকদের উদ্দেশ্য ছিল সোজাসাপটা- কথাটা তুলে ইরফানের মুখ দিয়ে কঙ্গনাকে নিয়ে নেতিবাচক কিছু একটা বলিয়ে নেওয়া!
ইরফান কিন্তু সেই ফাঁদে পা দিলেন না! বরং দেখা গেল খুব সহজভাবেই তিনি নিয়েছেন কঙ্গনার বক্তব্যকে। তার মন্তব্যে ধরা পড়ল সেটাই!
কঙ্গনার উদ্দেশ্যে ইরফান বললেন, 'কঙ্গনা অনেকটা উঁচু জায়গায় পৌঁছে গিয়েছে। একমাত্র তখনই ওর সঙ্গে কাজ করতে পারব যদি আমি হিরোইন হতে রাজি থাকি! তাতে আমার কিন্তু অসুবিধা নেই। এমন চিত্রনাট্য যদি কেউ নিয়ে আসেন, যেখানে কঙ্গনা হিরো আর আমি হিরোইন, সানন্দে কাজ করব”
বাংলাদেশ২৪অনলাইন/আরআই