মাদ্রাসাশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১২ জানুয়ারী ২০২২

পীরগঞ্জ ( রংপুর ) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ ফাযিল মাদ্রাসার প্রভাষক সুলতান মাহমুদের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১১টায় মাদারগঞ্জ বন্দরে এ মানবন্ধন হয়।

মানববন্ধনকালে বক্তব্য দেন- ওই মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর মন্ডল, উপাধক্ষ্য মাওলানা মোস্তফা আল আমিন, প্রভাষক ইদ্রিস আলী, মাদারগঞ্জ কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ তাজুল ইসলাম শামীম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন চৌধুরী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে মাদ্রাসার গভনিং বডির সদস্য, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধায় মাদ্রাসার জমি লিজ দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আব্দুল হাকিম ডালিম/এমকে

 


মন্তব্য
জেলার খবর