বাংলাদেশকে দেড় হাজার কোটি টাকা দেবে এডিবি ও নেদারল্যান্ডস

০১ মার্চ ২০২২

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং নেদারল্যান্ডস মিলে দেড় হাজার কোটি টাকা  ঋণ ও অনুদান দেবে বাংলাদেশকে। পদ্মা ও যমুনার ভাঙন রোধসহ বন্যা নিয়ন্ত্রণে এ অর্থ ব্যয় হবে। মঙ্গলবার (১ মার্চ) উন্নয়ন সহযোগীদের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে বাংলাদেশ সরকার। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ চুক্তি হয়।

চুক্তি সম্পর্কে এডিবি জানিয়েছে, ফ্লাড অ্যান্ড রিভারব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (প্রজেক্ট-২) প্রকল্পের আওতায় এডিবি ১৫ দশমিক ৭ কোটি ডলার ঋণ ও নেদারল্যান্ডস ১ দশমিক ৭৯ কোটি ডলার অনুদান দেবে। সব মিলে ১ হাজার ৪৮৬ দশমিক ৫৬ লাখ টাকা দেবে তারা। প্রকল্পে প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে মোট ১ হাজার ৭৮১ কোটি ৩৯ লাখ টাকা। বাকি টাকা  যোগান দেওয়া হবে সরকারের তহবিল থেকে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ১৫ হাজার ৪০০ হেক্টর জমি ভাঙন থেকে রক্ষা পাবে, সরাসরি উপকৃত হবে পাঁচ লাখ মানুষ। আর চাষাবাদের আওতায় আসবে ৮ হাজার হেক্টর চরাঞ্চলীয় জমি।

এমকে


মন্তব্য
জেলার খবর