মন্তব্য
মার্কিন পার্লামেন্ট ভবনে হামলাকারী ট্রাম্প সমর্থকদের ‘দেশপ্রেমিক’ উল্লেখ করে টুইটারে এক পোস্ট দিয়ে তা আবার মুছে ফেলেছেন ইভাঙ্কা ট্রাম্প। এই টুইটের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট পুনরায় শেয়ার (রিটুইট) করে বুধবার ট্রাম্প-কন্যা লেখেন, ‘আমেরিকান দেশপ্রেমিকগণ- কোনো নিরাপত্তা লঙ্ঘন অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসম্মান গ্রহণযোগ্য নয়। সহিংসতা এখনই বন্ধ হতে হবে। দয়া করে শান্তি বজায় রাখুন।’
সিএনএনের এক প্রতিবেদক স্ক্রিনশটটি টুইট করে লেখেন, ‘পরিষ্কারভাবে…আপনি বলছেন এই লোকগুলো দেশপ্রেমিক?’ জবাবে ইভাঙ্কা ট্রাম্প লেখেন, ‘না। শান্তিপূর্ণ প্রতিবাদ হল দেশপ্রেমিক। সহিংসতা অগ্রহণযোগ্য এবং এর কঠোর সমালোচনা করতে হবে।’