ভোলায় ১৫ জেলের অর্থদণ্ড

০১ মার্চ ২০২২

ভোলা প্রতিনিধি:

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ ধরার অপরাধে ১৫ জন জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছে থেকে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে, মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। আর নাবালক হওয়ায় ৩ মাছ শিকারিকে সচেতন করে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সালেহ আহমেদ দণ্ডসহ এ আদেশ দেন। 

মঙ্গলবার (১ মার্চ) ভোরে ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল  ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি মাছসহ তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়।

দণ্ডিত জেলেরা হলেন- জাহাঙ্গীর আলম (৪০), মো. আফসার (৩৫), মো. দুলাল (৪২), সরিফ (৩৪), আব্দুল মান্নান (৩৯), মো. লিটন (২৮), মো. রাসেল (২৬), মো. আমির হোসেন (৩৭), মো.ফয়সাল (৩৫) মো.সুজন (২৩) মো. আসরাফ আলী (৪৩), মো.আব্বাস (৩৬)।

উপজেলা মৎস্য কমকর্তা মো. জামাল হোসাইন জানান, ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬টি অভয়াশ্রমে ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে  ভোলা সদর উপজেলার ইলিশা পয়েন্ট থেকে মনপুরা উপজেলার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর জেলার চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর