নদী খনন শেষ করার সুপারিশ

০৮ জানুয়ারী ২০২১

চলতি বছরের মধ্যেই নদী খননের কাজ শেষ করার সুপারিশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশের সিদ্ধান্ত  হয়। বৈঠকে উত্তরবঙ্গে প্রবাহিত নদীগুলোর খনন কাজের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়,  রংপুর বিভাগে ৯৮টি প্যাকেজে ৯৫৯ কিলোমিটার নদী খননের প্রকল্প চলমান রয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে  ৮০৮ কোটি ৭৮ লাখ টাকা।প্রতিবেদনে কিছু প্যাকেজে শূন্য থেকে শতভাগ কাজ শেষ এবং অনেকগুলো প্যাকেজে ৭৫ ভাগ ভৌত এবং ৪০ ভাগ আর্থিক অগ্রগতি  হওয়ার বিষয়টি  উল্লেখ রয়েছে। কিন্তু  আর্থিক ও ভৌত অগ্রগতি শতভাগ না হলেও সেগুলোকে সমাপ্ত বলে উল্লেখ করা হয়েছে।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এ কে এম এনামুল হক শামীম এবং সালমা চৌধুরী অংশ নেন।

এমআই

 


মন্তব্য
জেলার খবর