বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে বিচারকদের

০৮ জানুয়ারী ২০২১

বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার করতে দেশের সব নিম্ন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সুপ্রিম কোর্ট লক্ষ্য করছেন-  কোনও কোনও জেলায় জেলা জজ, মহানগর দায়রা জজ,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,চিফ  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এজলাসের সময় তাদের খাস কামরায় অধীনস্থ বিচারকদের সঙ্গে আলোচনা করেন, এজলাসে বিলম্বে ওঠেন। এছাড়া কোনও কোনও বিচারক/ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের আগেই এজলাস ত্যাগ করেন। ফলে আদালতের বিচারিক কর্মঘণ্টার পূর্ণ  সদ্ব্যবহার  হচ্ছে না। তাই নির্ধারিত বিচারিক কর্মঘণ্টায় অধীনস্থ বিচারক/ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা পরিহার করে বিচারিক কর্মঘণ্টার পূর্ণ সদ্বব্যবহার করতে কঠোর নির্দেশ দেওয়া হলো। প্রশাসনিক/বিচারিক কোনও  বিষয়ে অধীনস্থ বিচারক, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার প্রয়োজন হলে নির্ধারিত কর্মঘণ্টার পরে আলোচনা করা যাবে।

এমআই


মন্তব্য
জেলার খবর