অজ্ঞাত পরিচয়ের নারীর গলিত লাশ উদ্ধার

০১ মার্চ ২০২২

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চরবল্লারহাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। তার পরনে কালো রংয়ের বোরকা ছিল।

নড়াগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা জানান, আঠারোবাকি নদীর পাশে লাশটি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফরহাদ খান/এমকে


মন্তব্য
জেলার খবর