ওজিল ক্লাব ছেড়ে চলে গেলেই পারে : আর্সেনাল কোচ

০৯ জানুয়ারী ২০২১

আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা বলেছেন, মেসুত ওজিলের সঙ্গে ক্লাবের বর্তমান সমস্যার সেরা সমাধান হচ্ছে তার ক্লাব ছেড়ে চলে যাওয়া।

প্রায় মৌসুমজুড়ে জার্মান এই প্লে মেকারকে বসিয়ে রেখেছে গানাররা। ক্লাবটির সবচেয়ে বেশী উপার্জনকারী এই তারকা সর্বশেষ আর্সেনালের হয়ে মাঠে নেমেছিলেন গত বছর ৭ মার্চ।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছিল আর্সেনাল। ক্লাবটির সঙ্গে ৩২ বছর বয়সী ওজিলের চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র ছয় মাস।


মন্তব্য
জেলার খবর