ওজিলের নতুন গন্তব্য তুরস্ক

০৯ জানুয়ারী ২০২১

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট  রজব তাইয়েব এরদোগানের সঙ্গে ছবি তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন মেসুত ওজিল ও আরেক তুরস্ক বংশোদ্ভুত জার্মান ইলকায় গুন্দোয়ান।

বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্বে বাদ পড়ার পর সব দোষ গিয়ে পড়ে ওজিলের ওপর। মানুষের গালাগালিতে অতিষ্ঠ হয়ে অবশেষে জার্মান দল থেকে অবসর নিয়ে নেন। তাতেও মুক্তি মেলেনি। পরবর্তীতে চীনের উইঘুর মুসলিমদের নিয়ে কথা বলায় আর্সেনালের স্পনসর প্রতিষ্ঠানের চক্ষুশূল হতে হয়েছে তাকে।

প্রায় এক বছর ধরে আর্সেনালের একাদশে সুযোগ না পেয়ে অবশেষে তিনি ইংলিশ ক্লাবটিকে বিদায় জানালেন। ওজিলের নতুন গন্তব্য সেই তুরস্ক।


মন্তব্য
জেলার খবর