মন্তব্য
গত বছরের নভেম্বর মাসে সান দিয়েগোর ‘উসপা উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ-২০’-এ একই দিনে একসঙ্গে চারটি বিশ্বরেকর্ড গড়েন রুডি ক্যান্ডলাব নামে ৭১ বছর বয়সী এক বৃদ্ধ ভারোত্তোলক।
২৩৪ কেজি ডেডলিফ্ট, স্কোয়াট ১৯৫ কেজি ও ৩০৩ কেজি বেঞ্চ প্রেসড করে এই রেকর্ডের পালকগুলো নিজের মুকুটে জুড়েন রুডি।
৭১ বছর বয়সে এমন রেকর্ড করে তিনি তরুণদের শিক্ষা দিলেন। অনুপ্রেরণা দিলেন বয়স্কদের। ফিটনেসের ক্ষেত্রেও নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করলেন ।