সপ্তাহজুড়েই বড় উত্থান শেয়ারবাজারে

০৯ জানুয়ারী ২০২১

গত সপ্তাহজুড়ে বড় ধরণের উত্থান ছিল শেয়ারবাজারে। এই সপ্তাহে  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক চার শতাংশের ওপরে বেড়েছে। আর বাজার মূলধন বেড়েছে ২২ হাজার কোটি টাকা বা প্রায় পাঁচ শতাংশ। দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়ে দুই হাজার কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। আগামী দিনেও এই বাজার বিনিয়োগবান্ধব বাজারে রূপ নেবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা।

ডিএসইতে এই সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৯৯০ কোটি ২৩ লাখ টাকা। আগের সপ্তাহে এই লেনদেন ছিল এক হাজার ১৬০ কোটি ৬৯ লাখ টাকা। পুরো সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৯৫১ কোটি ১৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৮০৩ কোটি ৪৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম বেড়েছে ২১৫টি প্রতিষ্ঠানের।  দাম কমেছে ১১৪টির। আর ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে চার লাখ ৭০ হাজার ২৭০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল চার লাখ ৪৮ হাজার ২৩০ কোটি টাকা। টানা ছয় সপ্তাহে বাজার মূলধন বেড়ে হয়েছে ৭৯ হাজার ৭৩৭ কোটি টাকা।  মূলধন ছাড়াও  টানা ছয় সপ্তাহের উত্থানে ডিএসইর প্রধান সূচকটি ৭৫০ পয়েন্ট বেড়েছে।

এমআই


মন্তব্য
জেলার খবর