ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে দুই নারী নিহত, আহত-৮

০১ মার্চ ২০২২

ফরহাদ খান, নড়াইল:

নড়াইলে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে  সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের ৮সহযাত্রী। মঙ্গলবার (১ মার্চ) দুপুরের দিকে  নড়াইল-লোহাগড়া সড়কের বুড়িখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সামসপুর গ্রামের সুফল মন্ডলের স্ত্রী  মমতা বিশ্বাস (৫০) ও একই এলাকার হরিচাদ বিশ্বাসের স্ত্রী মিনি রানী বিশ্বাস (৪০)। আহতদের মধ্যে থ্রি-হুইলার চালক আশরাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও হতাহতদের পরিবারিক সূত্রে জানা যায়, যশোরের সামসপুর এলাকা থেকে থ্রি-হুইলারে ৩৫ থেকে ৪০ নারী-পুরুষ সনাতন ধর্মের এক অনুষ্ঠানে যোগ দিতে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুরে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা খানজাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। থ্রি-হুইলারে যাত্রী আনন্দ মোহন রায় জানান, শিব চতুর্দশী উপলক্ষ্যে তারা পাঁচটি থ্রি-হুইলারযোগে জয়পুরে তারকগোসাইয়ের বাড়িতে আসছিলেন। এর মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

নড়াইল সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, যাত্রীবাহী বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর