ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

০৯ জানুয়ারী ২০২১

৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার  নিখোঁজ হয়েছে। শনিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে ওই বিমানটি উড্ডয়নের পরপরই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

বিমানটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল। বিমানটি শ্রীবিজয়া এয়ার লাইন্সের। ৬২জন যাত্রীর মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে। নিখোঁজের সময় বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল । 

এএফপি ও বিবিসি


মন্তব্য
জেলার খবর