গত বছর সড়কে ঘটছে  ৫৪৩১  প্রাণহানি

০৯ জানুয়ারী ২০২১

দেশে গত বছর চার হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৪৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত হাজার ৩৭৯ জন। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে এই দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে চার দশমিক ২২ শতাংশ, আহতের সংখ্যা বেড়েছে তিন দশমিক ৮৮ শতাংশ।  শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে গত বছরের দুর্ঘটনার  তথ্য পেয়েছে সংগঠনটি।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়ক দুর্ঘটনার বাইরে ১১৯ টি নৌ-দুর্ঘটনায় ২৭২ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬২ জন। আর ১০৮ টি রেলপথ দুর্ঘটনায় ২২৮ জন নিহত  এবং ৫৪ জন আহত  হয়েছেন। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনাগুলোর মধ্যে এক হাজার ৮১১টি জাতীয় মহাসড়কে, এক হাজার ৬০৫টি  আঞ্চলিক সড়কে, ৬১৭টি গ্রামীণ সড়কে, ৬৪৪টি  শহরের সড়কে এবং অন্যান্য স্থানে (ফেরিঘাট, নদীর তীর, ফসলের মাঠ, ড্রাইভিং প্রশিক্ষণ মাঠ) ৫৮টি  সংঘটিত হয়েছে।

এমআই


মন্তব্য
জেলার খবর