প্রধানমন্ত্রীর ভাষণ  প্রত্যাখ্যান করেছে জনগণ: রিজভী

০৯ জানুয়ারী ২০২১

জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।শুক্রবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন হয়। আওয়ামী লীগ সরকারের তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষ্যে  বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

রিজভী বলেন,  এই ভাষণে নির্জলা মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।  তার এই বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। দেশের তথাকথিত উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্য খাতের ইতিবাচক পরিবর্তন, আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ যেসব বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচারের কালো দলিল।

এমআই

 


মন্তব্য
জেলার খবর