রাজাপুরে কালেক্টর সহকারিদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

০১ মার্চ ২০২২

আবু সায়েম আকন, রাজাপুর (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুরে পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কালেক্টর সহকারিরা মঙ্গলবার (১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ কালেক্টর সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি শুরু হয়েছে।

কর্মবিরতি শুরুর প্রাক্কালে কালেক্টর সহকারিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় উপস্থিত ছিলেন কালেক্টর সমিতি রাজাপুর উপজেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, কোষাধ্যক্ষ মো. আবুল বাসার ও দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান প্রমুখ।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর