মন্তব্য
টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছেন ৩২ বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্লোয়ার পোলোসাক। সিডনিতে চলমান ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টে অনন্য নজির স্থাপন করেছেন অস্ট্রেলিয়ার এই নারী আম্পায়ার।
পোলোসাক বলেছেন, আমি কখনও ক্রিকেট খেলিনি কিন্তু নিয়মিত খেলা দেখতাম। আমার আম্পায়ারিংয়ে আসার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছন আমার বাবা-মা। আমার বাবা প্রতিদিন গাড়িতে করে আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে দিতেন। আম্পায়ারিংয়ে একাধিকবার পরীক্ষা দেয়ার পর আমি পাস করেছি। আম্পায়ারিংয়ে ক্যারিয়ার গড়তে আমাকে ছেলেদের চেয়েও বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমি এ পুরো জার্নিটা উপভোগ করেছি।