সাবেক স্ত্রী ও শ্যালিকাকে হত্যা

১০ জানুয়ারী ২০২১

নতুনভাবে সংসার করার প্রস্তাবে রাজি না হওয়ায় সাবেক স্ত্রী ও তার সৎ বোনকে হত্যা করেছে রনি হোসেন নামের এক ব্যক্তি। শনিবার (৯ জানুয়ারি) ঢাকার তেজগাঁও শিল্প এলাকার পূর্ব নাখালপাড়ার ২৫৩/০৩ বাড়ির ৩ তলায় ৯ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার সময় রনি হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।

ভুক্তভোগীরা হলেন- নরসিংদীর রায়পুরা  উপজেলার বাঘের কান্দি গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার মেয়ে ইয়াসমিন খাতুন ও শিমু খাতুন। মাস চারেক আগে ইয়াসমিনের সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটে রনি হোসেনের। রনি হোসেনের বাড়ি জামালপুরের ইসলামপুরের দক্ষিণ গাওকুড়া গ্রামে। তার বাবার নাম বাবুল মিয়া।

পুলিশ পরিদর্শক মুরতাজা কবির জানিয়েছেন, প্রথমে শিমুকে ও পরে ইয়াসমিনকে হত্যা করা হয়। শ্বাসরোধে শিমুকে আর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়   ইয়াসমিনকে। ঘটনার সময় ইয়াসমিনের আত্মচিৎকারে এগিয়ে এসে রনিকে আটক করেন স্থানীয়রা।

পুলিশ পরিদর্শক আরও জানান, শিমুকে হত্যার সময় ইয়াসমিন বাসায় ছিলেন না। তাকে হত্যার কিছুক্ষণ পরে বাসায় ফেরেন ইয়াসমিন। আর তখনই কক্ষে থাকা বটি দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়িভাবে কোপানো হয়। ভাড়াটে হিসেবে কক্ষটিতে বসবাস করতেন ভুক্তভোগীরা। ঘটনার আগে সেখানে যায় রনি হোসেন। ইয়াসমিন গার্মেন্টস কারখানায় এবং শিমু হক কোম্পানিতে শ্রমিক হিসেবে চাকরি করতেন।  

এমআই


মন্তব্য
জেলার খবর