মাসের শেষদিকে আসতে পারে ভ্যাকসিন

১০ জানুয়ারী ২০২১

চলতি মাসের শেষে অথবা সামনে মাসের প্রথম দিকেই বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে।ভ্যাকসিন দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। বাংলাদেশে ভ্যাকসিনের কোনও অভাব হবে না। শনিবার (৯ জানুয়ারি) এমন আশার কথা শুনিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জ সদর উপজেলায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় এই কথা বলেন।

শুধু আশার কথাই শোনানি, দাবি করেছেন- বাংলাদেশে করোনার সংক্রমণ আগের তুলনায় কমে গেছে।করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে সারা বিশ্ব শঙ্কিত থাকলেও আমাদের দেশে কোনও ওয়েভ নেই। মন্ত্রী জাহিদ মালেন আরও বলেন, চায়না, রাশিয়া, ইউরোপ, এমনকি আমেরিকাও আমাদের দেশে ভ্যাকসিন দিতে চাচ্ছে। ভ্যাকসিনের জন্য সরকার সব দরজা খুলে রেখেছে। ফাইজার কোম্পানি থেকে বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাচ্ছে। এই ভ্যাকসিন সরকার গ্রহণ করবে এবং ফ্রন্ট লাইনারদেরকে আগে দেওয়া হবে।

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রমুখ বক্তব্য দেন। সদর ও সাটুরিয়া উপজেলার ১ হাজার ৫শ’ মানুষকে কম্বল দেওয়া হয়।

এমআই


মন্তব্য
জেলার খবর