সদ্য চলে যাওয়া বছরে চার হাজার ৮৯১টি সড়ক দুর্ঘটনায় ছয় হাজার ৬৮৬ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা আট হাজার ৬০০ জন। সবচেয়ে বেশি প্রাণহাণি ঘটেছে ডিসেম্বরে, বেশি আহত হয়েছেন ফেব্রুয়ারি মাসে। এই পরিসংখ্যান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। শনিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের গত বছরের সড়ক দুর্ঘটনার খতিয়ান উপস্থাপন করে সংগঠনটি।
লিখিত বক্তব্যে এই সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনার বাইরে রেলপথে ৩১৮ জন, নৌ পথে ৩১৩ জন নিহত হয়েছেন। ডিসেম্বরে ৫৮৬ জন নিহত আর ফেব্রুয়ারিতে এক ১৬৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই হাজার ৩৯ জন চালক, এক হাজার ৫৯৪ জন পথচারী, ৭৫৭ জন পরিবহন শ্রমিক, ৭০৬ জন ছাত্র-ছাত্রী, ১০৪ জন শিক্ষক, ২০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৯১৮ জন নারী, ৫৪১ জন শিশু, ২৯ জন সাংবাদিক, ২৭ জন চিকিৎসক, আট জন আইনজীবী, পাঁচ জন প্রকৌশলী, ১৪৪ জন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ৯ জন বীর মুক্তিযোদ্ধার পরিচয় পাওয়া গেছে।
এমআই