দেড় বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে শনিবার (৯ জানুয়ারি)। শুরুতে ৩টি ট্রাকের মাধ্যমে ১১২ টন চাল এসেছে।ব্যবসায়ীদের কারসাজিতে দেশের বাজারে চালের দাম হু হু করে বেড়ে যাওয়ায় চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সর্বশেষ এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল ২০১৯ সালের ৩০ মে । এদিকে নতুনভাবে চাল আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরছে।
হিলি কাস্টমসের তথ্য মতে, আমদানি নিরুৎসাহিত করতে ৬২.৫ শতাংশ শুল্ক আরোপ করায় ৩০ মে’র পরে চাল আমদানি বন্ধ হয়ে যায়। কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাজার দর ঊর্ধ্বমুখী থাকায় ২০১৯ সালে বাড়ানো আমদানি শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে প্রথমে ২৫ ও পরে ১৫ শতাংশ করা হয়। এরপর চলতি মাসের ৩ ও ৫ তারিখে দু’দফায় হিলিসহ দেশের ২৯ জন চাল আমদানিকারককে ৩ লাখ ৩০ হাজার টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।
এমআই