কর্মস্থলে মারা গেছেন ৭২৯ শ্রমিক

১০ জানুয়ারী ২০২১

গত বছরে কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় ৭২৯ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছে ৪৩৩ জন শ্রমিক। মৃত্যুর ক্ষেত্রে পরিবহন আর আহতের ক্ষেত্রে মৎস্য খাতের শ্রমিকের সংখ্যাই সবচেয়ে বেশি। এই কথা বলছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। শনিবার (৯ জানুয়ারি)  জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বিলস বলছে, মারা যাওয়াদের মধ্যে ৭২৩ জন পুরুষ ও ছয় জন নারী শ্রমিক। পরিবহন খাতে ৩৪৮ জন শ্রমিকের মৃত্যু হয়।  এরপরে নির্মাণ খাতে মারা যায় ৮৪ জন শ্রমিক।এছাড়া  কৃষি খাতে ৬৭ , দিনমজুর ৪৯, বিদ্যুৎ খাতে ৩৫, মৎস্য খাতে ২৭, স্টিল মিল শ্রমিক ১৫, নৌ পরিবহন শ্রমিক ১৫, মেকানিক ১৪, অভিবাসী শ্রমিক ১৫ এবং অন্যান্য খাতগুলোতে (ইট ভাটা, হকার, চাতাল, জাহাজ ভাঙা) ৬০ জন শ্রমিক মারা গেছেন।

অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন ৩৮৭ জন পুরুষ এবং ৪৬ জন নারী শ্রমিক। মৎস্য খাতে সর্বোচ্চ ৬৮ জন শ্রমিক আহত হয়েছেন।  এরপর নির্মাণ খাতে ৪৯, বিদ্যুৎ খাতে ৪৮, পরিবহন খাতে ৪৭, জুতা কারখানায় ২০ জন, নৌ পরিবহন খাতে ১৬ জন, তৈরি পোশাক শিল্পে ৩৭, জাহাজ ভাঙা শিল্পে ২৯, দিনমজুর ১৬, উৎপাদন শিল্পে ১৯ ও কৃষিতে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

এমআই

 


মন্তব্য
জেলার খবর