গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। এ পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে। ৫ হাজারেরও বেশি রাশিয়ান সেনা সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
এদিকে রাশিয়ার ইউক্রেন আক্রমণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনায় মেতেছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে ইউরোপিয় দেশগুলো। এবার পুতিনের তায়াকোয়ান্দোর ব্ল্যাক বেল্টও কেড়ে নেয়া হয়েছে। এক টুইটে পুতিনকে দেয়া সম্মানসূচক ব্ল্যাক বেল্ট কেড়ে নিয়েছে ‘আন্তর্জাতিক তায়াকোয়ান্দো’।
ওয়ার্ল্ড তায়াকোয়ান্দো ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তারা ভয় নয় বিশ্বজুড়ে শান্তি চায়। তারা সহনশীলতাকেই বেশি পছন্দ করে। পুতিনের কার্যক্রম এই নীতির বিপক্ষে যাওয়ায় তার ব্ল্যাক বেল্ট কেড়ে নেয়া হয়েছে। সাথে রাশিয়ায় কোনো ধরনের তায়াকোয়ান্দো প্রতিযোগিতা আয়োজন করা হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।
এর আগে আন্তর্জাতিক জুডো ফেডারেশও পুতিনের সম্মানসূচক সভাপতির পদও কেড়ে নিয়েছে। ফিফা ও উয়েফাও দিয়েছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা।
সূত্র: রয়টার্স