দোকান কর্মচারিকে হত্যার অভিযোগ রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে

১১ জানুয়ারী ২০২১

কক্সবাজারের উখিয়ায় কর্মচারিকে হত্যা করে ডেকারেশন দোকানের টাকা লুট করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) ভোররাতে কোটবাজার স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসীসহ পুলিশ বলছে, এই ঘটনার সঙ্গে দোকানটির আরেক কর্মচারী আয়াছ উদ্দিন  নামের এক রোহিঙ্গা যুবক জড়িত। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ।

হত্যাকাণ্ডের শিকার কর্মচারির নাম ফোরকান আহমদ ওরফে কালু (১৪)। তিনি উখিয়ার তেলিপাড়া গ্রামের বাসিন্দা বশির আহমদের ছেলে।উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আয়েছ উদ্দিন ঘটনার পর থেকে নিখোঁজ। রাতে দোকানেই ঘুমাতেন এই দু’জন। মুক্তা ডেকোরেশন' নামের  দোকানটির মালিক স্থানীয় বাসিন্দা শাহ আলম।

পুলিশ বলছে, শাহ আলম সকালে বাড়ি থেকে  দোকানে আসেন। বাইরে থেকে দোকানটি তালা দেওয়া দেখে তাদেরকে ডাকাডাকি করেন।কিন্ত কোন সাড়া না পাওয়ায় তালা ভেঙে দোকানের ভেতরে ঢুকেন, দোকানের মেঝেতে ফোরকানকে জবাই করা অবস্থায়  দেখতে পেয়ে   বিষয়টি পুলিশকে জানান।

শাহ আলমের বরাত দিয়ে পুলিশ বলছে, সপ্তাহ খানেক আগে  আয়াছ উদ্দিনকে  দোকানটিতে কাজের সুযোগ করে দেয় ফোরকান। তারা পরস্পরে পূর্ব পরিচিত। প্রতিদিনের মতো শনিবারেও রাত্রিযাপনের জন্য দোকানে  থেকে যায় তারা। শাহ আলম রাতে খাবারের জন্য তাদেরকে টাকা দিয়ে বাড়িতে ফিরে যান।

পুলিশ লাশ ময়না তদন্তের ব্যবস্থা করেছে। কক্সবাজার জেলা সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আয়েছ উদ্দিনকে গ্রেফতারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

 

এমআই


মন্তব্য
জেলার খবর