দুই মেয়েকে ডুবিয়ে মারলেন মা

১১ জানুয়ারী ২০২১

রাতে খাবার নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি হওয়ায় দুই সন্তানকে পুকুরে ডুবিয়ে হত্যা করেছেন মা। ঘটনাটি ভারতের মালদহের চাঁচোল ২নং ব্লকের অনুপ নগর এলাকার। 

পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত কন্যা সন্তানের মা ও ঠাকুরমাকে গ্রেফতার করেছে। মৃত দুই মেয়ের নাম মাধুরী মণ্ডল (১০) ও জয়শ্রী মণ্ডল (৮)। অভিযুক্ত মায়ের নাম মাম্পি মণ্ডল। 

শুধু রাতে খাবার নিয়ে অশান্তি নয়, পরপর দুই কন্যা সন্তান জন্মানোর জন্য মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো।


মন্তব্য
জেলার খবর