কিয়েভ টিভি টাওয়ারে রুশ হামলা, নিহত ৫

০২ মার্চ ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভের টেলিভিশন টাওয়ারের কাছ ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। টাওয়ারের ওপর কোনো গোলা পড়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে সেখানে বিস্ফোরণ হয়েছে।

 

এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কিয়েভের বাসিন্দাদের সতর্ক করা হয় রুশ সৈন্যরা নগরের বিশেষ বিশেষ লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে।

 

কিয়েভের টিভি টাওয়ারের কাছে বিস্ফোরণ নিয়ে প্রাথমিক বিভ্রান্তির পর ইউক্রেনের সরকার থেকেই এখন বলা হচ্ছে টাওয়ারে রাশিয়া হামলা করেছে। সরকারের জরুরি বিভাগ জানিয়েছে হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

 

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বেশ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। এতে করে বেশ কিছু সময়ের জন্য চ্যানেলগুলো কাজ করবে না।’

 

সূত্র : বিবিসি

 


মন্তব্য
জেলার খবর