নারী বসের শয্যাসঙ্গী হয়ে বিপাকে তরুণ!

১১ জানুয়ারী ২০২১

কর্মক্ষেত্রে বাজে পারফরমেন্সের কারণে বহিষ্কার হতে যাচ্ছিলেন এক ব্রিটিশ তরুণ। ওই সময় নারী বসের আহ্বানে তৈরি হয় শারীরিক সম্পর্ক। রক্ষা পায় চাকরি। এখন চাকরি ছাড়তে চাচ্ছেন, বিপাকে পড়েছেন বসের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে।  সম্প্রতি নাম প্রকাশ না করে  ১৯ বছর বয়সী  ব্রিটিশ এক তরুণ নিউজ ওয়েবসাইট রেডডিটে একটি লেখা পোস্ট করেন। সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। 

বলেন, সেপ্টেম্বর থেকে তিনি একটি কল সেন্টারে কাজ করছেন।  গেল কয়েক সপ্তাহ ধরে কল সেন্টারের চাকরিতে ওই তরুণ স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তখন তিনি চাকরি ছাড়ার কথা নারী বসকে জানান। নারী বস তখন তাকে চাকরি না ছাড়ার অনুরোধ করেন। বলেন, তুমি থাকো, তোমার কোনো কাজ করতে হবে না, বাকি সব আমি দেখছি। তিনি আমার কাজ সহজ করে দিয়েছেন। এখন আমি অফিসে যাই। সবার সাথে গল্প করি। বসে থাকি। তেমন কোনো কাজ আমাকে করতে হয় না। আর তিনি আমার কাজকে বৈধ বলেই মেনে নিচ্ছেন। কারণ তিনি আমাকে হারাতে চান না।

৪৬ বছর বয়সী নারী বস ভেবেছেন আমি চাকরি ছেড়ে চলে গেলে হয়তো তার সঙ্গে আর সম্পর্ক রাখব না, যোগাযোগ করব না। বাস্তবে আমি তাই করতাম। তারপর মিশেল আমাকে হুমকি দেয়, আমি যদি চাকরি ছাড়ার চেষ্টা করি, তাহলে অফিসের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের কাছে গোপন সম্পর্কের বিষয় জানিয়ে দেবেন। এতদিন যে আমি কাজ করিনি, অফিসে কাজ না করে বসে গল্প করে সময় কাটিয়েছি, সেটা তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন।


মন্তব্য
জেলার খবর