মন্তব্য
এক কাপ চায়ে ডাচেস অব কেমব্রিজ তথা রাজপরিবারের পুত্রবধূ কেট মিডলটনের জন্মদিন উদযাপন করা হয়েছে। রোববার কেটের ৩৯তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
কেটের জন্মদিনে চা পার্টির আয়োজন করেন তার স্বামী প্রিন্স উইলিয়াম। সঙ্গে ছিল সাত বছর বয়সী ছেলে প্রিন্স জর্জ, ২ বছর বয়সী প্রিন্স লুইস এবং ৫ বছর বয়সী মেয়ে প্রিন্সেস শার্লোট।